Logo

রাজনীতি    >>   আমরা কেউ সংখ্যালঘু নই, সবাই বাংলাদেশি ড. আসিফ নজরুল

আমরা কেউ সংখ্যালঘু নই, সবাই বাংলাদেশি ড. আসিফ নজরুল

আমরা কেউ সংখ্যালঘু নই, সবাই বাংলাদেশি ড. আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার, সংসদ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “এই দেশে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নই; আমরা সবাই বাংলাদেশি নাগরিক।” তিনি আরও বলেন, “আমরা সমান অধিকার ও মর্যাদা নিয়ে এই দেশে বাস করি, এবং একে অপরের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করি।”

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ড. নজরুল জানান, পূজার সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ বহন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলসমূহ, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসন মিলিতভাবে পূজার শান্তিপূর্ণ উদযাপনে সহযোগিতা করেছে।

তিনি সিরাজগঞ্জের আলোকসজ্জার প্রশংসা করে বলেন, “সিরাজগঞ্জের পূজার আলোকসজ্জা বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর বলে আমি শুনেছি। এই পরিবেশ দেখে আমারও খুব ভালো লাগছে।” তিনি পূজা উদযাপনকারী সকলকে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ঈশানও বক্তব্য দেন।

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নজরুল জানান, আকস্মিক জামিনপ্রাপ্ত আসামিদের বিচার নিশ্চিতের জন্য সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “জাতীয় অপরাধ ট্রাইব্যুনাল খুব শীঘ্রই গঠিত হবে, যা গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করবে। এতে আমাদের সকল সন্দেহ দূর হবে।”

এর আগে, ড. আসিফ নজরুল জেলার শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert